পাতা:গোপাল কামিনী.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । Nరి যে এত ক্লেশ পাইয়াছে, তাহাতে আমিই যৎপরোনাস্তি অপরাদ্ধ হইয়াছি । অনুগ্ৰছ করিয়া আসামীকে এইক্ষণেই মুক্ত করিতে আজ্ঞা হউক। আমার অনবধানতাম্ন যে এই অকৃতপরাধীরা এত ক্লেশ পাইয়াছে, আমি তাহার সমুচিত দণ্ড স্বৰূপ, এই এক শত টাকা উহাদিগকে দিয়া অক্ষুন্ন করিতে সন্মত আছি ; আপনি স্বহস্তে উহাদিগকে প্রদান কৰুন। আর. আমার নিবেদন এই যে, কামিনীর মুখে গোপা লের উপরি যে প্রকার নিগৃহ প্রভৃতি হইয়াছে শুনিয়াছি তাহার তথ্য লইয়া সুবিচার পূর্বক যাহা বিধেয় হয় তাহা করিতে আজ্ঞা হউক” । গোপাল ও কামিনীর চরিত্র শুনিয়া সাহেবের সাভিশয় প্রীতি জন্মিয়াছিল। ইহাতে বাবু বিচারের প্রার্থনা করিবামাত্রই গ্রাহ হইল। সাহেব প্রথমে য়্যারমামুদ চেকীদারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি আসামীকে কোন স্থানে গেরেপ্তার করিয়াছ ?” ইহাতে তাহাকে যথার্থই কহিতে হইল, “ পোদারের দো