পাতা:গোপাল কামিনী.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । > N9? কিঞ্চিৎ সুবিধা হইয়াছে, তবে আর এ ৰূপ শুভকৰ্ম্মে ক্ষণকাল বিলম্ব করা উচিত হয় না । অধিকন্তু এতদ্ব্যতীত আমার আরো একটা বিষয় শিখিতে অত্যন্ত ইচ্ছা আছে । যদি এই সময়ে তাহারও কোন সদুপায় ও সুবিধা করিয়া দিতে পার, তাহা হইলে বড় ভাল হয়”। গোপাল জিজ্ঞাসিল, “কামিনি ! তোমার কি শিখিতে ইচ্ছা হয়, বল না কেন ? 1 যে ২ বিদ্যা শিখিতে তোমার যে ই সামগ্রীর আয়োজন করিতে আবশ্যক হয় ; এখনি বল, আমি সহস্ৰ কৰ্ম্ম পরিত্যাগ করিয়া সৰ্বাগে তত্তাবৎ প্রস্তুত করিয়া দিতে সম্মত আছি”। কামিনী, ভ্রাতার সম্মতি বুঝিয়া কহিল, “হেদেখ-দাদা ! যে বিবি পুতি দিন বৈকাল বেলায় দুইটা মিস বাবাকে সঙ্গে লইয়া এই বাগানে বেড়াইতে আইসেন দেখিয়াছ, তাহারা অনেক প্রকার শিল্প বিদ্যা এবং সঙ্গীত বিদ্যা জানেন। তুমি কয়েদ হইয়াছ শুনিয়া আমি বাসার দ্বারে বসিয়া কঁাদিতেছিলাম, এমত あ