পাতা:গোপাল কামিনী.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ১৩৯ , ভালমতে শিখাইতে পারি” । অতএব দাদা ! আমার নিতান্ত ইচ্ছা হয় যে, আমি সেই পুকার শিল্প কৰ্ম্ম শিক্ষা করি ; কিন্তু তাহা শিখিবার জন্য যে ২ সামগ্রীর আয়োজন করা আবশ্যক, আমার ত তাহার কিছুরই সঙ্গতি নাই। তবে আজি তুমি বাজারে যাইবে কহিতেছ ; যদি আমার জন্য সুই, সুতা, এবং বুটা তুলিবার কাপড় কিনিয়া আনিয়া দিতে পার, তাহা হইলে আমি তাছাদের নিকট কিছু শিল্প কৰ্ম্ম শিখিতে পারি” । - গোপাল কহিল, “কামিনি ! অমৃতে কি কাহারো অৰুচি হয়, এমন মনে কর! তুমি একটা নুতন বিদ্যা শিখিতে চাহিতেছ ; বিশেযতঃ ইহা শিক্ষা করা স্ত্রীলোকের পক্ষে অতি উচিত, তাহা আমিও বিলক্ষণ জানি। ইহাতে কি আমার কোন মতে অসন্মতি হইতে পারে? আমি তোমাকে এ সকল দ্রব্য আজিই কিনিয়া আনিয়া দিতেছি। তুমি যদি ইহা ভালৰূপে শিখিতে পার, তাছা হইলে তোমার বিশেষ