পাতা:গোপাল কামিনী.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । > 8い○ 。 किङ्कड़े বিলম্ব হইল না। যাহা হউক, কামিনীর এই ৰূপে বিবিদের কাছে শিল্প ও গোপালের কাছে লেখা পড়া শিক্ষা হইতে লাগিল। গোপাল, অঙ্কবিদ্যা, ভূগোল, ব্যাকরণ পু ভূতি ভালমতে শিখিবার জন্য সকালে, বিকালে, সন্ধ্যাকালে, স্কুলের ছাত্রদিগের বাটতে গমনাগমন ও তাহদের সঙ্গে সদ্ভাব করিতে আরম্ভ করিল। আর ঐ বালকেরা পড়িতে যাই বার ও বাটতে আসিবার সময়ে সেই বাগানে গিয়া গোপালের সঙ্গে দেখা সাক্ষাৎ না করিয়া যাওয়া আসা করিত না । সুচতুর গোপাল সেই সুযোগে তাহাদের নিকট পড়া বলিয়া এব০ যেখানে যাহা সন্দেহ থাকিত, তাহ ভঞ্জন করিয়া লইত । কখন ২ তাহাদের বাটতে গিয়াও পড়িয়া আসিত । এই ৰূপে গোপালের বাঙ্গালrশিক্ষা সুচাৰুৰূপে সম্পন্ন হইতে পারিবেক, তাছার বিলক্ষণ সম্ভাবন হুইল । মধ্যেই কৌশল ক্রমে তাহার কিছু ২ ইংরাজি লেখা পড়া শিক্ষা ও হইতে লাগিল।”