পাতা:গোপাল কামিনী.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 8 গোপাল কামিনী । গ্রীষ্মকাল উপস্থিত হইলে কলিকাতার বড় ২ ধনী লোকের প্রায়ই বাগানে অধিক সময় অবস্থিতি করিয়া থাকেন, এবং কার্যানুরোধে মধ্যে ২ বাটীতে যাতায়াত করেন। কোন ২ মহাশয় স্ত্রী পুএ প্রভৃতি পরিবার লইয়া সমুদায় গ্রীষ্মকাল তথায় বাস করিয়া থাকেন। কারণ বাবু লোকের কলিকাতার যে স্থলে বাস করেন, তাহা কালবিশেষে বড় পীড়াকর হয় । যে সকল পল্লীতে থাকেন, তথায় অনেক বসতি; অথচ তথাকার রাজপথ প্রশস্ত নহে। বিশেষতঃ প্রত্যেকের ভদ্রাসন বাটীর চারি দিক প্রায়ঃ নদী মাময়। গ্রীষ্মের প্রাদুর্ভাবে সে সকল মলিন স্থান হইতে এমনি দুৰ্গন্ধ নিৰ্গত হয় যে, তাহাতেই বায়ুর দোষ জন্মিয় লোকের পীড়া উৎপাদন করে। এই জন্য সুবিজ্ঞ যোত্রাপন্ন বাবুর গ্রীষ্মকালে বাটী ছাড়িয়া বাগানে গিয়া থাকেন। -গোপাল ও কামিনী যে বাবুদের বাগানে ছিল, তাহারাও সেই বৎসর গ্রীষ্মের ভয়ে কিয়দিন জলপথে ভ্ৰমণ করিয়া শেষকালে কিছু