পাতা:গোপাল কামিনী.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 为8@ দিবার জন্য মাসে ২ দশটি করিয়া টাকা দিব” । গোপাল, বাবুর মুখ হইতে এই সকল অ নুগুহের কথা শুনিয়া মহা আনন্দিতমনে বিদায় লইয়া বাসায় গমন করিল, এবং সেই সকল কথা আপনার ভগিনীয় সাক্ষাতেও কহিল । কামিনী ভ্রাতার প্রমুখা সুসংবাদ শুনিয়া যৎপরোনাস্তি সন্তোষ প্রকাশ করিল। অনন্তর দুই ভাতৃ ভগিনীতে পুথি পত্র, দোয়াইত কলম; দ্রব সামগ্ৰী সমুদায় লইয়া সেই বাটার এক ঘরে অবস্থিতি করিতে লাগিল । তদবধি কৰ্ত্ত। এবং কী উভয়েই গোপালও কামিনীকে পুণ্ড কন্যার ন্যায় বিবেচনা করিতে লাগিলেন । এবং মাসে ২ গোপালের পিতা মাতার জনে } দশ ২ দশটি করিয়া টাকা দিতে লাগিলেন। এখানে বৃদ্ধ নিতাই ঘোষও পরিশুমের হাত হইতে মুক্ত হইল। পরে বর্ষার মধ্যাবস্থায় বা বুরা মখন সপরিবারে বাটা আসেন, গোপাল এবং কামিনী ও সেই সঙ্গে আনীত হইল । ? こ