পাতা:গোপাল কামিনী.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাঞ্জ কামিনী । ס\ 3 ג অনন্তর গোপাল পিতৃবং প্রতিপালক বাবুর অনুরোধে কলিকাতায় বাস করিতে মনস্থ করি য়া অতি মপূর্ব বাড়ী ঘর দ্বার প্রস্তুত করিল, এবং পিতা মাতা পিতামহী প্রভৃতিকে লইয়া সেই স্থানেই বাস করিতে লাগিল। সুলক্ষণ কামিনী যে পাত্রের হস্তগত হইয়াছিল, সেও সামানJ ব্যক্তি নহে; যেমন বিদ্বান তেমনি ধনবান । ফলে যে যেমন তাহার তেমনি যুটে, এই বাক্য অন্যথা হইবার নহে। আপনার যোগ্য ভৰ্ত্তলাভে কামিনীর স্বামি গৃহে পরম সুখে কাল যাপন হুইতে লাগিল। আহা! নিতাই ঘোষকে বড় সৌভাগ্যবান পুৰুষ বলিতে হইবেক। কথিত আছে সৎপুপ্রবান ব্যক্তি হইতে অধিক ভাগ্য বান কেহই নাই। বাস্তবিক যাহার এমন সুসস্তান থাকে তাহার আর লৌকিক সুখের অবধি থাকে না। নিতাই ঘোষ পুত্রের ঐশ্বর্ষে নান পুকার ঐহিক ও পারত্রিকের হিতকর সৎকৰ্ম্মের অনুষ্ঠান করিয়া যত দূর পর্যন্ত সুখভোগ' কবিয়াছিল তাহার বর্ণনা করা সহজ’নছে।