পাতা:গোপাল কামিনী.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ώ সন্তান। উহাদের আকার প্রকার ঠিক ভদ্র সন্তানের মত । কে বলিবে যে উহারা গোয়ালার ছেলিয়। নিতাইরা স্ত্রী পুৰুষে সাধ করিয়া ছেলিয়াটির নাম গোপাল ও মেয়েটির নাম কামিনী রাখিয়াছিল । সেই দুইটি ভাই বোনের পরস্পর এমনি সম্ভাব ছিল যে, কেহ কাহাকে ছাড়িয়া কিছু করিত না । খাওয়া, শোয়া, বসা, বেড়ান, যাহা কিছু সকল কৰ্ম্মেই দুজনে এক সার্থী থাকিত। পথে ঘাটে যেখানে দেখা যাইত সেই খানেই দুই জন । দেখিলে বোধ হইত যে উহাদের একের মরণ ও জীবনে উভয়ের মরণ বঁাচন অন্যথা হইতে পারে না । তাহারা প্রত্যহ প্ৰাতঃকালে জলপান খাইতে ২ অামাদের এদিকে জাসিত, এবং আমাদের বাক্টর সম্মুখে এক পাঠশালা ছিল, বালকদের লিখি বার ও পড়িবার সময়ে তাহারা একধারে বসিয়া কেবল তাহ দেখিত ও শুনিত। ইহাতেই তাহাদের বিলক্ষণ অক্ষর পরিচয় হুইয়াছিল ;