পাতা:গোপাল কামিনী.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । - } } হাট গৰু বাহুর চরান প্রভৃতি যাবতীয় সংসা রের নীচ কৰ্ম্মে নিযুক্ত করিল। চাসার বুদ্ধি কত ভাল হইবে বল ! সাত আট বৎসর বয়স্থ অবধি ত তাহদের হাতে সেই সকল কৰ্ম্মের ভার পড়িল । করে কি, তাহারা বাপের কথায় তাহাই করিতে লাগিল ; কিন্তু তখনও লোক মুখে শুনিতে পাইতাম যে, তাহারা মাঠে গিয়া গৰু ৰাছরগুলিকে চরিতে ছাড়িয়া দিয়া দুইটি ভাই বোনে এক স্থানে বসিয়া যাহা কিছু লেখা পড়া শিখিয়াছিল, তাহারই কথাবাৰ্ত্তা ও অনুশীলন করিত। - এই ৰূপে দুই চারি বৎসর গেলে পর, তাহারা তৎকর্মে একান্ত বিরক্ত হইয়া এক দিন গৰু চরাইতে গিয়া দুই ভাতৃভগিনীতে পরামর্শ করিল যে, আমরা এক্ষণে নিতান্ত শিশু ত নই, প্রায়ঃ আমাদের বার বৎসর বয়ঃক্রম হইতে গেল, এখন বৃদ্ধ পিতাকে জামাদের প্রতিপোষণের ভারত্বইতে মুক্ত করিয়া