পাতা:গোপাল কামিনী.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 গোপাল কামিনী । আসিয়া তথায় ব্যবসায় বাণিজ্য ও নানা কৰ্ম্মকাজ করিয়া থাকে। সেখানে নিষ্কৰ্ম্ম কেঙ্কই নাই। সে এমনি উপায়ের স্থান যে, তথায় কেহ অন্নাভাবে ক্লেশ পায় না। যে যেমন মানুষ তাহার উপযুক্ত কৰ্ম্ম কার্য অনায়াসেই মিলে, ও তদুপলক্ষেতাহাদের দিনপাত করিতে কোন पूथ रुद्म ना । বিশেষতঃ অামি এক জন মেষপালকের মুখে শুনিয়াছি তথায় বালক বালিকাদিগের শিক্ষা ভাল ৰূপে হয়, পরে সুচাৰু ৰূপে শিখিলে তাহাদের ভাল ২ পদও হয়”। কামিনী জিজ্ঞাসা করিল, ... কলিকাতা না অনেক দূর শুনিয়াছি? তুমি কি তথায় যাইবার পথ জান ? গোপাল উত্তর করিল, “এমন দুর কি, ত্রিশ বত্ৰিশ ক্রোশ পথ হইবেক। চারি পাচ দিনে অল্পে ২ অনায়াসেই যাওয়া যায়। তথাকার পথ ঘাট নাই বা জানিলাম, কত লোক যাইতেছে, তাহাদিগকে জিজ্ঞাসা করিতে ২ আমরা ক্রমাগত চলিয়া যাইব, এবং