পাতা:গোপাল কামিনী.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ら 。 গোপাল কামিনী । এই ৰূপে তাহারা দুই ভ্ৰাতৃ ভগিনীতে বিদেশ যাইবার পরামর্শ করিতেছে সন্ধ্যাকাল উপস্থিত হইল। তখন তাকারা ইতস্ততঃ হইতে গৰু বাছুর সকল চালাইয়া আনিয়া সৰ্ব শুদ্ধ গৃহে উপস্থিত হইল । রাত্রিকালে সকলে আহারাদি করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে, এমত সময়ে গোপাল পিতা মাতার সম্মুখে নিবেদন করিল, “ এই দেখ বাবা ! এই দেখ মা ! আজি আমরা দুই ভাইবোনে গৰু চরাইতে ২ এক পরামর্শ স্থির করিয়া আসিয়াছি। আমি কামিনীকে কছিলাম, কামিনি! এক কথা বলি শুন, অামাদিগের গৃহুেতে নিষ্কৰ্ম্ম হইয়া এই ৰূপে বাস করা আর ভাল দেখায় না, আমাদের পিতা মাতা বৃদ্ধ বৃদ্ধ হইয়া ছেন, আমাদিগকে প্রতিপালন করিতে তালদের বড় ক্লেশ হইতেছে ; অতএব চল কলিকাতায় গিয়া কোন প্রকার উপার্জনের পন্থা শিখিয় তাহাদের সাহায্য করণের চেষ্টা করা যাউক । কামিনী অামার এইৰূপ মতে