পাতা:গোপাল কামিনী.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । - X > “ মা! আমরা তোমাদের দুখে নিতান্ত দুঃখী হুইয়া বিদেশ গিয়া কোন উপায়ের পথ দেখিতে চাহিতেছি, সংসার নির্বাহু ভালৰূপে চলিলে তবে আমরা যাইতে চাহিব কেন বল দেখি”। দাদা ত ভাল বলিয়াছিলেন যে “ এত দিন যেন আমরা "ছেলে মানুষ অক্ৰবাণ ছি লাম, কৰ্ত্তব্য অকৰ্ত্তব্য বিষয়ে আমাদের কোন বিশেষ উদ্বোধ হইত না; এখন ত আমরা স্বচক্ষে দেখিতে এবং মনে ২ বুঝিতে পারিতেছি ; এক্ষণে আর বৃদ্ধ পিতা মাতাকে ভারগুস্ত করিয়া এত ক্লেশ দিবার তাৎপৰ্য্য কি ?” বিবেচনা করিয়া দেখ দেখি মা ! তোমরা কায়ক্লেশে এতদিন পর্যন্ত আমাদিগকে মানুষ করিয়া তুলিলে, এখন যদি আমরা তোমাদের সাহায্য করিতে চেষ্টা না করি, তবে যে লোকে আমাদিগকে কৃত্যু বলিবে । তখন ২ দাদাতে আমাতে সেট বাবুদের পাঠশালায় গিয়া শুনিতাম, গুৰুমহাশয় পড়ুয়াদিগকে উপদেশ দিতেন যে ** পরম হিতকারী পিতা