পাতা:গোপাল কামিনী.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ গোপাল কামিনী । ক্ষণ। বিষ্ণুশৰ্ম্ম হিতোপদেশে উদ্যোগীর বিষয়ে লিখিয়াছেন যে “লক্ষ্মী উদ্যোগী পুৰু ষকে সেবা করিবার জন্য স্বয়ং তাহার নিকট উপাগত হন । বিধাতা দিবেন বলিয়া নিশ্চিন্তু বসিয়া থাকা কেবল কাপুৰুষের কৰ্ম্ম। অতএব কেবল বিধাতার উপরি নির্ভর না করিয়া উন্নতির জন্য যথাসাধ্য প্ৰযত্ব করিলে অর্ধশ্যই অভীষ্ট লাভ হয়, প্ৰযত্ব করিলে যদি ইষ্টসিদ্ধি না হয় তাহাতে কোন দোষ নাই”। अउ७ब बाथू डीम्ड! बरि डूमि नमूबछि প্রাপ্তির বাসনা কর তাহা হইলে সাহসী ও উৎসাহী এবং গুযত্ববান হও, নচেৎ তোমার মহামহিমশালী হইয়া সুপ্রসিদ্ধ হওয়া অতি দুর্ঘট হইবেক । ফলে এ সকল গুণ না থাকিলে তদাশ করাও বৃথা। যাহা হউক বাপু এখন গোপাল কামিনীর অনন্তর কথা কহিতেছি শুবণ কর। -