পাতা:গোপাল কামিনী.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ গোপাল কামিনী । মনকে ধৈৰ্য্যযুক্ত সাহসে দৃঢ় করিবে। পরমেশ্বরে আস্থা করিবে । ধৰ্ম্ম পথের পথিক হইবে । বিপদে পড়িলে তাহাকে ভুলিবে না। কেবল সত্য বাক্য কহিবে, এবং কাহারো সহিত কপট ব্যবহার না করিয়া সদা সৰ্বদা পরিশ্রম করিতে দুটি করিবে না। ইহা করিলে তোম ঈশ্বরের অনুগ্রহের পাত্ৰ হইবে। এসকল নিয়মের অনুগামী হইয়া চলিলে যাবজ্জীবন সুখে থাকিবে। দেখিও বুড়ী বলিয়া আমার কথা অবহেলা করিও না। আমার এই উপদেশ অনুসারে চলিলে ইহাতে কত উপকার হইবে পরে দেখিতে পাইবে । আমি ত আজি বৈ কালি মরিতে বসিয়াছি । তোমাদের মঙ্গল আপন চোকে দেখিয়া যাইব এমন আশা নাই”। এই সকল উপদেশ দানান্তে পঞ্চ তাহাদিগকে আশীৰ্বাদ করিল, এবং কহিল, “বাছা সকল ! তবে জাঁইস, জার বিলম্ব করিও না”। এইৰূপে গোপাল এবং কামিনী, জনক জননী ও জমকজননী প্রভৃতি সকলকে প্রণাম করিয়া ও তা