পাতা:গোপাল কামিনী.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দিন. ՀԵ- গোপাল কামিনী । গোপাল কাপড় চোপড়ের বোছক টি আপনার কাধে এবং পিঞ্জরস্থ শুকপার্থী টি হাতে বুলাইয়া লইল এবং ভগিনীকে সঙ্গে লইয়া পুফুল্ল বদনে পথ চলিতে লাগিল । মধ্যে ২ কামিনী দাদার হাতে বেদন বোৰ ইইবে বলিয়া এক ২ বার গোপালের হাত থেকে খাচ টা লইয়া সহায়তা করিতে লাগিল। ক্রোশ দুই তিন পথ চলা হইয়াছে নাও হইয়াছে এমত সময়ে কামিনী কহিল, দাদা! আমার পা বড় বেদনা করিতেছে, আমি আর চলিতে পারি না”, গোপাল কহিল, “ কামিনি! বল কি? এযে বড় দুর্গম পথ! এখানে অতিশয় দ্যু ভুয় আছে শুনিয়াছি। রাজপথের দুই পার্থে যে মাঠ দেখিতেছ ইহাকে গাড়চোরার মাঠ কহে। ইহা অতি ভয়ঙ্কর স্থান, কখনত অধিক চল অভ্যাস নাই, ক্লেশ হইতেই পারে, করিবে কি? এ পাচ ক্রোশী পথ মধ্যে নিকটে কাহারো আশ্রয়, কি কোন দোকান, কিংবা কোন শম্নাই দেখিতে পাইতেছি না, উপায় কি বল