পাতা:গোপাল কামিনী.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী ৷ Nう\○ রেকে তান লয় শুদ্ধিহঃয় मूहल्ले তাহানছিলেও গান করিয়া সুখ নাই, এবং তাহ শুনিলেও কাহারে সন্তোষ হয় এমন বোধ হয় না। যাহা হউক, এই বলিয়া আমার ক্ষান্ত থাকা হুইবেক না, গানত করা যাউক, দেখি বিধাতা কি করেন"। এই বলিয়া গোপাল সেই পান্থ ঘরে বসিয়া গান করিতে আরম্ভ করিল। গোপালের তাহাতে যত্বের দুটি হয় নাই বটে, কিন্তু দূরদৃষ্টবশতঃ তাহার গানে কাহারো মনउठेि ङ्झेल न ! উপস্থিত লোকদিগের গান শুবণে অনুরাগ প্রকাশ দেখিতে না পাইয়া গোপাল কামিনীকে কহিল, “ কামিনি ! দেখিতেছি কেহ আমার গান ত মন দিয়া শুনিতেছে না, শুনিবেই বা কি ? যন্ত্রাভাবে এ গান ভালও লাগিতেছে না । লোককে সন্তুষ্ট করিতে না পারিলে ত কেহ কিছুই দিবে না। বিশেষতঃ আমি এইৰূপ গানে যে লোকের চিত্ত লোল করিব তাহার আশাও নাই । অতএব এমত কৰ্ম্মে পণ্ডশ্রম