পাতা:গোপাল কামিনী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\リー গোপাল কামিনী । কিঞ্চিৎ পাথেয় দেওয়াইব”। এই বলিয়া সে তাহাদিগকে সেই ঘর দেখাইয়া চলিয়া গেল । গোপাল ও কামিনী মনের মত জানা কৰ্ম্মটি করিতে পাইয়া যাহার পর নাই স্বস্তুষ্ট হইল এবং রীতিমত তাহা পরিস্কৃত করিয়া রাখিল । ক্ষণেককাল বিলম্বে সেই বাবুর চাকর বাজার হইতে ফিরিয়া আইল, এবং অতিথি শালী পরিস্কৃত দেখিয়া গোপাল ও কামিনীর উপরি সাতিশয় সন্তুষ্ট হুইল । পরে উপস্থিত অতিথিদিগের আহারাদির উদ্যোগ করিয়া দিয়া তাহাদের দটি ভাই ভগিনীকে পরিতোষ ds করিয়া ভোজন করাইল এবং কহিল “ যাও, এখন তোমরা এই দালানে গিয়া শয়ন করিয়া থাক” । এই বলিয়া তাহাদিগকে শয়নের স্থান দেখাইয়া দিয়া চলিয়া গেল। এইৰূপে গোপাল কামিনীর তথায় পরম সুখে সেই রজনী প্ৰভাত হইল । প্রত্যুষে তাহারা গাত্ৰোথান করিয়া হস্ত মুখ পুক্ষালন পূর্বক চলিয়া যাইতে প্রস্তুত হইলে পর, সেই চাকরটি বাটীর ভিতর গিয়া কৰ্ত্তার