পাতা:গোপাল কামিনী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 с. গোপাল কামিনী । সকল কথা বলিতে ২ এবং অন্যান্য বৃথাবাৰ্ত্ত। করিতে ২ গোপাল কামিনী রাণাঘাট হইতে প্রহর দুই আড়াই বেলার সময়ে গোড়পাড়া গুমের চটাতে গিয়া উপস্থিত হইল, এবং সেখানেই স্থান ভোজনাদি নিৰ্বাহ করিল। এক উদ্যমে পাচ ক্রোশ চলিয়া আসিয়াছিল বলিয়া তাহারা সেই দিন বৈকাল বেলায় আর তথাহইতে যাইতে পারিল না; রাত্রিকাল তাহাদিগকে সেখানেই যাপন করি८ऊ इड्रेज ! তদিবসে তাহাদের মনে কিঞ্চিৎ স্ফূৰ্ত্তি ছিল, একারণ তাহার সন্ধ্যার পূর্বে সেই শুকপাখাটি লইয়া তাহাকে পড়াইতে ২ ইতস্ততঃ বেড়াইতে লাগিল ৷ ভাগ্যক্রমে সে দিন পক্ষাটাও এমনি মনোহর বুলি বলিতে লাগিল, যে তক্ষুবণে দোকানী, পসারী, এবং পান্থগণ, সকলেই পরিতুষ্ট হইয় তাহাদিগকে কিছুখ পয়সা দেয়। এইৰূপে সেই দিন সন্ধ্যা বেলায়ও তাকাদের অীন আষ্ট্রৈক পয়সা লাভ হইল। পরে রাত্রি