পাতা:গোপাল কামিনী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 8\ס কিছু জাপান ক্রয় করিয়া জলযোগ করিল। পশ্চাৎ স্বানাদি করিয়া ভোজনের উদ্যোগ করিতে লাগিল, কিন্তু তাহা শেষহইতে বেলা নিতান্ত অবসান হইল। পথ শ্রান্তিতে একান্ত কান্ত ছিল বলিয়া সে দিন আর তাহারা তথাহইতে উঠিতে চাহিল না। সন্ধ্যার পুর্বে গোপাল ও কামিনী শুকপাখাটিকে হাতে করিয়া ইতস্ততঃ বেড়াইতে ও তাহাকে পড়াইতে লাগিল । শুকের আশ্চর্য বাকপটুতায় দোকানী,পসারী, পথিক এবং গ্রামবাসীদিগের কাহারে ২ নিকটহইতে তাহাদের কিঙ্কিং ২ প্রাপ্তিরও জুটি इड्रेज न ! রাত্রি দুই চারি দণ্ড হইলে পর গোপাল ও কামিনী আবার সেই চটিতেই ফিরিয়া আসিয়া এবং যৎকিঞ্চিৎ জলযোগ করিয়া শয়ন করিয়া রছিল। সন্ধ্যার পূর্বে তাহাদিগকে লোকেরদের নিকটহইতে কিছুখ পাইতে দেখিয় কোন দুষ্ট লোক মনে করিয়া থাকিবেক, যে এই দুইটি বালক বালিকার নিকট অবশ্য