পাতা:গোপাল কামিনী.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 8 * তা লোকদিগকে বিনা আশয়ে লালায়িত ও ধ্যতিব্যস্ত হইতে হইয়াছিল । সকলেরই এক সময়ে গৃহাদি প্রস্তুত করণের আবশ্যক হইয়াছিল । এজন্য সহসা লোক জন পাওয়া যাইবার যে ছিল না। যাহারা কিঞ্চিৎ বিষয়াপন্ন, তাহারা অধিক ব্যয় স্বীকার করিয়াও দূরবন্তী গ্রামান্তর হইতে লোক জন আনাইয়া ছিল। যাহাদের তাদৃশ যোত্রাভাব, তাহারা এখানে সেখানে গাছতলায় বাগানে থাকিয়া কাল প্রতীক্ষা করিতেছিল। এই প্রকার প্রয়োজনের সময়ে গোপাল ও কামিনী গিয়া তথায় উপস্থিত হইল, এবং একজন মুদী যৎকি ঞ্চিৎ দগ্ধাবশিষ্ট চাইল ডাইল প্রভৃতি সামগ্ৰী লইয়া এক অশ্বথ বৃক্ষের তলে বসিয়া বিক্রয় করিতেছিল, তাছার নিকট যাইয়া আপনাদের পরিচয় প্রদান করিল। মুর্দীর তখন ঘর দ্বার প্রস্তুত করণের নিতান্ত আবশ্যক, একারণ সে অন্য সকল কথা রাখিয়া গোপালকে “ তুমি কি ঘর ছাইতে পার?” বলিয়া জিজ্ঞাসা করিল।