পাতা:গোপাল কামিনী.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । Go y বৃদ্ধি মেনি মুষল ধারায় বৃষ্টিবৰ্ষণও হইতে আরম্ভ ইইল । কেবল তাহাই হউক, তাহাও নয়, সঙ্গে ২ এমনি ভয়ানক শিলাবৃষ্টি আরম্ভ হইল যে, তাহার ক্লেশ সহ বড় সহজ ব্যাপার নহে । কামিনী এতাদৃশ আকস্মিক দৈব ঘটনা দেখিয়া'এককালে হতজ্ঞান হইয়া গোপালকে কহিতে লাগিল “ দাদা! এখন ত আমাদের প্রাণ যায়, উপায় কি করা যায় বল । ষে প্রকার ঝড় ও জল এবং শিলাবৃষ্টি হইতেছে, ইহাতে এমন করিয়া খানিক পথ চলিতে গেলে প্রাণ বঁাচান ভার হইবে”। গোপাল কছিল, ণ ভগিনি! যাহা বলিলে সকলই যথার্থ, কিন্তু কি করিব, আপাততঃ ভাবিয়া পাইতেছি না । বাতাসের বেগে আমার নিশ্বাস প্রশ্বাস বদ্ধ হইতেছে, কথাটি কছি এমন ক্ষমতা হইতেছে না। যাই২ প্রাণ যায়! কীমিনি! তুমি এখন আমার সঙ্গে শীঘ্র ২ দৌড়াইতে থাক। দেখা যাউক, আগে কোন আশ্রয় পাওয়া যায় কি না”। 巡 领