পাতা:গোপাল কামিনী.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@ 8 গোপাল কামিনী । বৃষ্টি এখন অবধিই ধরিয়া যাইতে আরম্ভ হইল। ঐ দেখ মেঘ সকল দুরে যাওয়াতে চারি দিক প্রকাশিত হইয়া উঠিতেছে, এক২ বার নিস্তেজ সূৰ্য্যমণ্ডলও দেখা যাইতেছে । আর বাতাসটাও সেগুকার গোলমেলিয়া বোধ হইতেছে না। অনুমান করি ক্ষণকাল গেণে আর ইহার কিছুই থাকিবেক না। এখন চল এখান থেকে যাওয়া যাউক । আমার শরীর টা বড় অবসন্ন হইয়াছে,একটু না ঘুমাইলে আর এ শান্তি ও ক্লেশ দূর হইবেক না। কোন লোকালয়ে আশ্রয় না পাইলে কোন প্রকারে শয়ন করা যাইবে না"। গোপাল, কামিনীর পুস্তাবে সম্মত হইয়া • চল তবে যাওয়া যাউক” বলিয়া উঠিবার উপক্রম করিল, এবং পাশ্বস্থিত শুকপক্ষীর পিঞ্জর টা লইতে গিয়া দেখিল যে, সে বড় বৃষ্টির প্রভাবে শীতাৰ্ত্ত হইয়া ঠুক্ল ২ করিয়া কঁাপিতেছে, এবং আর্দু পক্ষপুটে চকু পুবেশিত করিয়া মুদ্রিত নয়নে দাড়াইয়া রহিয়াঁছে। ইহুঃ দেখিয়া গোপাল কামিনীকে কহিল,