পাতা:গোপাল কামিনী.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । (* @ “ দেখং কামিনি! আমাদের আত্মারাম কেমন করিয়া রহিয়াছে! আহা! এই মহাকেশ আমাদের সহাই দুর্ঘট হইয়াছিল, ইহাত ক্ষীণজীবী পক্ষী । ইহা যে এ যাতনায় এতক্ষণ বঁচিয়া রহিয়াছে এই আশ্চর্য । যাহাহউক কামিনি! আমার বিলক্ষণ বোধ হইতেছে, এ স্বাধীন থাকিলে কখন এত ক্লেশ পাইত না। বন্ধ থাকাতেই ইহাকে অপাৰ্যমাণে এ দাৰুণ ভয়ঙ্কর ক্লেশ ভোগ করিতে হইতেছে। আমার মতে ইহাকে এক্ষণেই পিঞ্জর হইতে মুক্ত করিয়া দেওয়া উচিত । ইহা করাতে অবশ্যই সন্দেহ নাই । v. কামিনী গোপালের মুখ হইতে সেই হিতকথা বাহির হইতে না হইতেই কহিয়া উঠিল “ দাদা! এক্ষণেই উহাকে ছাড়িয়া দেও। এই বিষয়ে কি কিছু জিজ্ঞাসার অপেক্ষা আছে । আহা! দেখ দেখি ও কেমন ধারা করিতেছে! বোধ হয় আত্মারাম বঁাচিবে না। ঐ দেখ সৰ্বাঙ্ক বিকল হইয়া