পাতা:গোপাল কামিনী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । @@ কহিল, ‘দাদা! যদি গৃহস্থেরা অামাদিগকে অদ্য রাখিতে যত্বই করেন তবে থাকিবার বাধা কি ?” । । এই ৰূপে তথায় থাকিবার পরামর্শ স্থির করিয়া তাহারা জলযোগ করিতে লাঞ্জল । ইতিমধ্যে সেই বাটায় কৰ্ত্ত তথায় আসিয়া উপস্থিত হইল এবং জিজ্ঞাসা দ্বারা তাহাদের তথায় ৰূবস্থিতির মত জানিয়া ৰুটীর ভিতরে গিয়া তাহাদের আহারাদির উদ্যোগ করিতে লাগিল। অনন্তর গোপাল ও কামিনী তাঙ্গাদের বাটীতে ভোজনাদি করিয়া সেই রাত্রি সেখানেই অবস্থিতি করে ৷ পর দিন প্রাতঃকালে গাজোখান পূর্বক গৃহস্থদিগকে বলিয়া কহিয়া তথাহইতে প্রস্থান পূর্বক বেলা প্রহর খানিকের মধ্যে কলিকাতায় উপস্থিত হয় । এই ৰূপে গোপাল ও কামিনী উপার্জনের জন্য এত কায়ক্লেশ স্বীকার করিয়া প্রবাসে গমন করিম্নাছিল। এস্থলে তাহাদের কলিকাতায় উপস্থিত হওয়া মাত্র বর্ণনা করা হইল, কিন্তু