পাতা:গোপাল কামিনী.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ০ গোপাল কামিনী । তাহারা মাস খানিক কাল কোথায় কিৰূপে থাকিয়া কাল যাপন করিল, তাহা অার সবিশেষ কথিত হইল না। বৎস প্রদত্ত ! যাহার এতাদৃশ সাহস, ধৈর্য্য দৃঢ়তা, এবং সহিষ্ণুতা না থাকে, সে কি কখন মনুষ্যত্ব করিয়া খ্যাতি ও পুতিপত্তি লাভ করি তে সমর্থ হয়? সাহসহীন, কাতর, অসহিষ্ণু ব্যক্তির কদাচ লক্ষ্মীলাভ হয় না। আর অলক্ষ্মীরু হইলে তাহার আত্মীয় স্বজনের নিকট কখনই সম্মান পাইবার আশা থাকেন। এবিষয়ে বিষ্ণু শৰ্ম্ম হিতোপদেশে কহিয়াছেন, “ বরং শ্বাপদসমাকীর্ণ বনবাস ভাল, বরং বৃক্ষতলে অবস্থান করা ভাল, ৰরং বন্য ফল ভোজন ও গিরিনদীর জল পান করা ভাল, বরং তৃণাচ্ছন্ন ভূমিতে শয়ন করা এবং বহুল পরিধান করা

  • ينه ভাল, তথাপি বন্ধু জনের মধ্যে ধনহীন হইয় জীবন ধারণ করা কোন ক্রমেই ভাল নহে। অতএব বাপু! মাদৃশ ব্যক্তিদিগের ধন না থা কিলে সাতিশয় কেশ উৎপন্ন হয়। ধনী হইয়া