পাতা:গোপাল কামিনী.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । ৩ ১ উত্তম বা অধম অথব:মধ্যম যাহা কিছু করিবে সকলি শোভা পাইবেক । ইহাও ছিতোপদেশকার বলিতে জুটি করেন নাই। “যাহার বিপুল ঐশ্বর্য থাকে, সে গুৰুতর পাপী হইলেও লোকপূজ্য হয়, তাহ নহিলে চন্দ্রবংশ সূৰ্য্যবংশের ন্যায় মহাবংশ সম্ভব হইয়াও পরিভব প্রাপ্ত হয়”। ঐ গ্রন্থে আরো কথিত আছে যে * কোন নারী যেন সাহসহীন, নিরানন্দ, নির্বর্য এবং শত্ৰুহসন নন্দনকে প্রসব না করে”। অতএব প্রিয়তম শ্রদত্ত ! তুমি সাহসী ও সকল কৰ্ম্মে অধ্যবসায়ী হইতে থাক, তাছা হইলেই তোমার অচিরাং শ্ৰীবৃদ্ধি হইবেক, সন্দেহ নাই। বিষ্ণুশৰ্ম্ম এ বিষয়েও উপদেশ দিতে জুটি করেন নাই। তিনি কহিয়াছেন, “নী তিজ্ঞ ব্যক্তিরা যেখানে সেখানে ব্যবসায় করিতে কদাচ অযত্ব করিবেন না; কিন্তু তাহার ফল প্রাপ্তি বিষয়ে বিধাতার মনে যাহা থাকে তাহাই হয় । ।