পাতা:গোপাল কামিনী.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ গোপাল কামিনী । এই ৰূপে এক মাস.কাল অতীত হইতে না হইতে কলিকাতার পূর্বাংশে খালের নিকট এক বাবুর বাগানে গোপালের এক উদ্যানপালের কৰ্ম্ম হয়। তথায় পুতি দিন যে সকল লোক জন থাটিত, গোপালের হস্তে তাহারই তত্ত্বাবধানের ভার অপিত হইল। পৰ্যটক ও প্রাকৃত শোভা দর্শন প্রিয় বাবুর মধ্যে ২ উদ্যানভ্রমণস্থলে তথায় বিনোদ করিতে যাইতেন । গোপাল তাহাদিগকে যৎপরোনাস্তি সমাদর পূর্বক তথা কার বিশেষ ২ দশনীয় পদার্থ সকল দর্শন করাইত। বৈশাখ মাসের পূর্ণিমা ফুলদোলের দিন বৈকাল বেলায় কলিকাতাস্থ मूहे জন ধনাঢ্য ব্যক্তি তথায় গমন করিয়াছিলেন। সুশীল 〔5门পাল সমাদর পূর্বক ঐ বাবুদিগকে উদ্যানস্থ সমস্ত উৎকৃষ্ট পদার্থের না ও গুণ বর্ণনা করিয়া একে ২ দশন করাইয়াছিল। পরে তাহারা শ্রশস্ত হইয়া তত্ৰত সরোবরের ঘাটে উপবিষ্ট হইলে, গোপাল তাহাদিগকে বাতাস করা, তামাকু দেওয়া প্রভৃতি যথেষ্ট পরিচর্যাও করে।