পাতা:গোপাল কামিনী.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પૈકી- গোপাল কামিনী । করিয়া সেই পোদারের দোকানে গমন করিল এবং কহিল “ পোদার মহাশয় । বড় তৃষ্ণ হইয়াছে এক ঘটী জল দেউন খাই”। পোদ্দার তাহাকে গলদঘৰ্ম্ম দেখিয়া কহিল “ এই প্রচণ্ড রৌদ্রে আসিয়া তোমার যে ঘৰ্ম্ম হইতেছে একটু স্থির হইয়া বস, জল দিতেছি, পরে থাইও”। গোপাল সেই কথা শুনিয়া তথায় বসিলে পর, পোদার ঘরের ভিতর হইতে কিঞ্চিৎ মিষ্ট দ্রব্য ও এক ঘটা জল আনিয়া তাহার সম্মুখে রাখিল। গোপালের তখন এমনি পিপাসা যে, তাহ ধৈর্য্য পূর্বক অল্লে ২ পান করিতে বিলম্ব সহিল না; সুতরাং সে একেবারে অধিক জল মুখে ঢালাতে, তাহার কতক উদরস্থ হইল, কতক গাত্রে পড়িয়া পরিধেয় বস্ত্রের কিয়দংশ ভিজিয়া গেল। তখন সে তটস্থ হইয়া “ এই সৰ্বনাশ হইল, এই সৰ্বনাশ হইল” বলিয়া তাড়া তাড়ি কোচার মুড়াটা খুলিল, এবং কহিল “ আহা! N কি করি, নোট খানি যে ভিজিয়া গেল” পো