পাতা:গোপাল কামিনী.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । やぶ) দার নেীটের কথা শুনিবামাত্র “কই, কই দেখি” বুলিয়া তাহার হাত হইতে তাহা লইল এবং তাহার অঙ্কের পুতি দৃষ্টি করিয়াই “এই যে সে নোট পাওয়া গিয়াছে” বলিয়া উচ্চৈঃস্বরে কহিয়া উঠিল। য়্যারমামুদ চৌকীদার দোকা নের নিকটেই দাড়াইয়াছিল, চোরাই নোটের কথা শুনিবামাত্র অমনি তৎক্ষণাৎ বেণিয়ার হাত হইতে কাড়িয়া লইল এবং কহিল “ হাঃ সাবাইস্! এই যে চোর ধরা পড়িয়াছে ; খোদা দশ টাকা দেওয়াইয়াছেন”। বেণিয়া কহিল “বা! তুই কে? আমি আগে ধরিলাম, তুই যে আমার হাত থেকে লইয়া বড় মৰ্দ্দানি করিতেছিস্”। এই ৰূপে বেণিয়াতে ও চৌকিদারেতে • আমি চোর ধরিয়াছি, আমি চোর ধরিয়াছি” বলিয়া মহা বিবাদ হইতে লাগিল। য়্যারমামুদ কোন উপায় দেখিতে না পাইয়া কহিল “ তবে রাখ, আমি তোকে শুদ্ধ বাধাইয়া দিতেছি” পোদার এই কথা শুনিয়া মনে ২ করিল ; আমার দশ