পাতা:গোপাল কামিনী.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

앞 , গোপাল কামিনী । য়া তাহাকে টানিয়া দোকান হইতে রাস্তায় নামাইল । পরে তাহাকে বলদ্বারা কিয়দুর অন্তরে লইয়া গিয়া, আপাততঃ তাহাকে কলুইতে ২ পাঁচমোড়া করিয়া বাধিল । পরে নানা প্রকার তৰ্জ্জন গৰ্জ্জন তাড়না পুহার করত ধমকা ইতে ২ জিজ্ঞাসিতে লাগিল, “বল এখন এ নোট কোথায় পাইয়াছিস্ ? শীৰ্ঘ ২ বল বেটা কাহার সর্বনাশ করিয়া লইয়াছিস্”। সাধু গোপাল প্ৰাণ থাকিতে মিথ্যা কহিবার পাত্র নহে, সে যে ৰূপে, যে দিন, যখন, যাহা হইতে, যে খানে, যে নিমিত্ত তাহ পাইয়াছিল, তৎ সমুদয় আদ্যোপান্ত অবিকল কহিয়া শুনা ইল । চেকীদারেরা একে পায় অারে চায়, কোন কিছু সোপান না পাইলেও মিছামিছি গোলযোগ করিতে ছাড়ে না। য়্যারমামুদত গোপালকে মাল শুদ্ধ আপনহাতে পাইয়াছিল, সে তখন কি বিক্রম প্রকাশ করিতে ভুটি করে। গোপালকে কতই কটু কহিয়া গালি দিক্ষ,