পাতা:গোপাল কামিনী.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 8 গোপাল কামিনী । য়াছে। দেখ দেখি ছোড়ার কি নিগৃহ, চল হে চল, আর এ প্রকার যাতনা দেখা যায় না" পুস্থান করিল। সেখানে জনকত প্রাচীনও দাড়াইয়াছিলেন, দেখিয়া শুনিয়া সদয়ভাবে আপনাআপনি কহিতে লাগিলেন, “আহা! এ ছেলিয়াটার যাতনা দেখিলে যে বুক ফাটিয়া যায়! হায় ২ ইছার কি বাপ মা কেহ নাই । বাপ মা থাকিতে সন্তানে এত অল্প বয়সে কুকৰ্ম্ম করিতে কদাচ শিখে ন!” । এই কথায় সেই দলের এক জন বৃদ্ধ কছিলেন, “ যদি ইহার পিতা মাতা না থাকে ত এক পুকার ভাল। কারণ সন্তানের কুকৰ্ম্ম দেখিলে শুনিলেও দুঃখ, এবং তদুপলক্ষে তাহার যাতনাদিতেও তাঁহাদের মৰ্ম্মান্তিক ক্লেশ। অতএব পরমেশ্বর যেন কুসন্তানের পিতা মাতাকে দীর্ঘকাল জীবিত দশায় রাখিয়া তাহাদিগকে দাৰুণ ক্ষোভানলে দগ্ধ না করেন” ।