পাতা:গোপাল কামিনী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? ৬ গোপাল কামিনী । উপকার করা হয়। আমি এখনি তোদের চারি জনকে চারি ২ আনা দিতেছি, ধর, সাবধান যেন এ বেটা টের পায় না । তোরা কেবল তলবমতে হাজির হইয়া সাহেবের নিকট এই বলিবি যে, আমরা আপন চক্ষে দেখিয়াছি, য়্যারমামুদ যখন আসামীকে গেরেপ্তার করিয়া থানায় চালান দিতে যায়, তখন সে তাহার পায়ের উপরি পড়িয়া কঁাদিতে ২ কহিল • • অ৷ মাকে ভাই চালান করিসূ না, আমি তোকে পাচটি টাকা দিব, তুই আমার সঙ্গে আয়"। য়্যারমামুদ তাহা না শুনিয়া আসামীকে থানায় লইয়া গেল, আমরা তাহাই দেখিয়া ঘরে ফি রিয়া গেলাম । য়ারমামুদ এই ৰূপে অর্থের লোভ দেখা ইয়া তাহাদিগকে সাক্ষ দিতে স্বীকার করাইয়া রাখিল । পরে মনে ২ বিবেচনা করিল আর কেন মিছামিছি ইহাকে লইয়া পীড়াপীড়ি করি, সন্ধ্যা হুইল ইহাকে থানায় চালান করা যাউক । ইহা ভাবিয়া সে তাছাকে থানীয