পাতা:গোপাল কামিনী.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । 警》 বোধ হইতেছে, হুজুর এবারে তোমার বিষয়ে কিছু বিবেচনা করিবেন। আর আমিও তোমার সুখ্যাতি লিখিতে ছাড়িব না। যাহা হউক য়্যারমামুদ তুমি একবার আমার সমুখে উহাকে জিজ্ঞাস দেখি, কি বলে শুনা যাউক । চেকীদার, দারোগার আদেশে গোপালকে জিজ্ঞাসা করিলে পর, গোপাল পূর্বেও যেমন কহিয়াছিল তখনও তেমনি কহিল। ইহাতে দী রোগ বিরক্ত হইয়া জমাদার প্রভৃতিকে সঙ্কেত করিয়া কহিলেন, “ ওহে ! তোমরা ইহাকে লইয়া মানাইয়া আন” । জমাদার ও বরকন্দাজের দারোগার আজ্ঞা পাইয়া গোপালকে কিয়দুব অন্তরে লইয়া গিয়া নানা প্রকার কটু ভাষায় গালি দিয়া দেখিল যে, সে চুরির কথা কোন ৰূপেই মানিল না । তখন জমাদার এক জন বরফন্দাজকে কহিল, “ যা ত, ঐ ঘরের পেছন থেকে বিচুটা ও আলঙ্গশী লইয়া আয়, এবং একটা ঘুরঘুর পোকা ধরিয়া দে। বেটা কে হাতে পায় বাধিয়া গায়ে বিচুটা মাকাইয়া