পাতা:গোপাল কামিনী.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । レーン কালে আমার কথায় কর্ণপাত করিবে! । পরমেশ্বর অন্তর্যামী, সকলেরই মনের ভাব জানি তেছেন, তথাপি তাহাকে জানাই, তিনিই ইহার পতাকার করবেন। গোপাল মনে ২ এই পুকার কল্পনা করিয়া মানসে পরমেশ্বরকে ডাকিতে ও তাহার নিকট এই বলিয়া প্রার্থনা করিতে লাগিল যে, “হে দয়াময় জগদীশ ! আমি বিনা অপরাধে এক্ট অকুল বিপদসাগরে পড়িয়া যাতনাতে মুগ্ধ হইয়। এতক্ষণ তোমাকে ডাকিতে ভুলিয়াছি লাম, ক্ষমা কৰুন। এক্ষণে হঠাৎ ঠাঙ্গরমার উপদেশ কথাগুলি মনে পড়াতে আমার সেই মোহ দূর হইল। তাহার মুখে যখন তখন শুনিতাম,“পরমেশ্বর বিপদসাগরের কাণ্ডারী” অর্থাৎ কেহ বিপদসাগরে মগ্ন হইয়া তোমাকে ডাকিলে তুমি কর্ণধার হইয় তাহাকে তথা হইতে পরিত্রাণ করিয়া থাক। অতএব হে অনাথনাথ ! কৃপা কটাক্ষপাত করিয়া আমাকে এই অকুলপাথার হইতে উদ্ধার কৰুন।