পাতা:গোপাল কামিনী.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী ৷ bーNう এ পর্যন্ত এক প্রকারই কথা কহিতেছে”। দীরোগ শুনিয়া কছিলেন, “ তবে যাও, উহার বাধন খুলিয়া দেও, আর কোন শাজা দিবার আবশ্যক নাই। আজি উহাকে থানার গারদে রাখ। কালি পরশু দেখা যাউক, পরে হুজুরে চালান দেওয়া যাইধেক ৷ একান্ত উহাকে না মানান যায়, য়্যারমামুদের চারি জন সাক্ষাই যথেষ্ট হইবেক” । জমাদার , যে আজ্ঞা' বলিয়া গোপালকে বন্ধন হইতে মুক্ত করিয়া জলযোগ আদি করাইল, এবং তথাকার গারদেই অবরোধ করিয়া রাখিল । বৎস প্রদত্ত গোপালের কত দূর পৰ্য্যন্ত ধৈর্য তাহাত শুনিলে, বিপদকালে ধৈৰ্য অব লম্বন করা মহাপুৰুষের লক্ষণ। কথিত আছে, “বিপদকালে ধৈৰ্য, উন্নতির অবস্থায় ক্ষমা, সভায় বক্তৃতা, যুদ্ধে পরাক্রম, সুখ্যাতিলাভে অভিলাষ, শাস্ত্রানুশীলনে আসক্তি এই কয়ে কটি গুণ মহাত্মা ব্যক্তিতেই বৰ্ত্তে” । অতএব মানুষের উচিত যে, সহসা কোন বিপদ উপস্থিত