পাতা:গোপাল কামিনী.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br 8 গোপাল কামিনী । হুইলে, তাহাতে একান্ত ভীত ও কাতর না হইয়া কার্য সাধনে যত্বের শৈথিল না করেন। বি. পদ পড়িলে ধৈর্য অবস্কন করিয়া তাহা হইতে উদ্ধার হুইবার চেষ্টা সৰ্ব্বতোভাবেই কৰ্ত্তব্য। এ দিকে সন্ধ) হইলে কামিনী বাসাতে একাকিনী বসিয়া মনে ২ ভাবিতে লাগিল, আমার দাদার যে এখনও দেখা নাই , কোথায় গেলেন। তিনি যে আজি পৰ্য্যন্ত কলিকাতার পথ ঘাট ভালৰূপে চিনিতে পারেন নাই । কোথায় কি কোন অজ্ঞাত গলিতে গিয়া ঘুরিতেছেন? সঙ্গে নোট খানি রহিয়াছে, সেও এক ভয়ের বিষয়। টাকা কড়ি বড় শত্র, সঙ্গে থা কিলে নানা উপদ্রব ঘটিতে পারে । পথে কোন জুয়াচোর বাটপাড়ের হাতে পড়িয়া কি কোন গোলে পড়িলেন ; কিছুই যে বুঝিতে পারিতেছি না। কি হইবে, কোথায় বা যাইব, কাহাকেই বা জিজ্ঞাসা করিব। ভাবনায় যে