পাতা:গোপাল কামিনী.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । b. ? প্রাণ মহা ব্যাকুল হইতে লাগিল; করি কি। এইৰূপ ভাবনা চিন্তায় মহা ব্যাকুল হইয়। কামিনী ঘর বাহির করিতে লাগিল । পরে কুটারের দ্বার কন্ধ করিয়া নিকটস্থ প্রতিবাসিদিগের বাটাতে গিয়া কাহাকে দিদি কাহাকে মাসী বলিয়া ভাকিলে তাহারা ব্যস্ত হইয়া • কেন কামিনি! এই অসময়ে আসিয়াছ ? আহা ! मूडेि চোক ছল ২ করিতেছে কেন ? কি হইয়াছে ?” বলিয়া জিজ্ঞাসা করিলে, কামিনী কহিল, “হেদেখগো! আমার দাদা দশটার সময়ে বাহির হইয়াছেন, এখনও বাসায় আসেন নাই বড় ভাবিত হইয়া তোমাদিগকে জিজ্ঞাসিতে আইলাম আমি এখন কি করি বল দেখি ? ইহাতে তাহারা কহিল, “ কামিলি ! ভাবনা কি ? তোমার দাদা আসিবে এখন । কলিকাতা ভয়ের স্থান নয়। আর গোপালও কিছু নিতান্ত ছেলে মানুষটি নহে। সে পথ ভূলিয়৷ থাকে জিজ্ঞাসা করিয়া আসিতে পারবেক । হয়ত डूनि গিয়া দেখিবে, গোপাল বাসায় ত্যাসিয়াছে। 夺