পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । අැන এই পঞ্চ প্রদেশে বা রাজ্যে বিভক্ত ছিল । * জয়ন্ত এই সমুদয় রাজ্য জয় করিয়া পঞ্চ গৌড়েশ্বর উপাধি ধারণ করেন । এই ‘পঞ্চ গৌড়েশ্বর উপাধি এতদূর সম্মানিত হইয়াছিল যে, পরবর্তী কালে, ভূমিশন্ত রাজারাও এই উপাধি ধারণ করিয়া আত্মাভিমান চরিতার্থ করিতেন । জয়াপীড় নবপরিণীত পত্নী কল্যাণীকে ও দেবনৰ্বকী কমলাকে সঙ্গে লইয়া কাশ্মীরে গমন করেন। কিছুকাল পরে, কল্যাণী ভর্তৃকুল হইতে পিতৃগৃহে আগমন করিলে, আদিশূর র্তাহাকে কল্যাণমল্ল নাম দিয়া পুত্ররূপে গ্রহণ করেন । পুল্লাভাবে কন্যাকে পুত্ররূপে গ্রহণ করার ব্যবস্ত বশিষ্ঠসংহিতাতে দৃষ্ট হয় । এই ঘটনার পর ভূশুরের জন্ম হয় । % আদিশূরের সময়ে পুণ্ডু রাজ্যে বৌদ্ধধৰ্ম্ম প্রচলিত ছিল । যে সময়ে এদেশে আর্য্যোপনিবেশ স্থাপিত হয়, সেই সময়ে বর্তমান হিন্দুধৰ্ম্মের সমুদায় বিধি-ব্যবস্থা প্রবন্তিত হয় নাই, তজ্জন্তই এদেশে বৌদ্ধধৰ্ম্ম লব্ধপ্রসর হইয়াছিল। আদিশূর আপনার রাজো বৈদিক-ধৰ্ম্ম-প্রচারার্থ অভিলাষী হইলেন। তিনি দেখিলেন, এদেশের ব্রাহ্মণের বেদ-বিধি জানেন না । তজ্জন্ত ইনি কনোজ রাজ্যের কোলাঞ্চদেশ হইতে পঞ্চ ব্রাহ্মণ আনয়ন করেন । পূৰ্ব্বে এদেশে অল্পসংখ্যক ব্রাহ্মণ বাস করিতেন ; তাহার বৌদ্ধ জৈন ও তান্ত্রিক মতের প্রান্তভাবে বৈদিক ক্রিয়াকলাপ ভুলিয়া গিয়াছিলেন । যাহাতে ভারতের সৰ্ব্বত্র বৈদিক ধৰ্ম্মের পুনঃ প্ৰবৰ্ত্তন হয়, তজ্জন্ত কাশ্মীর ও কনোজ-রাজগণ চেষ্টা করিতেছিলেন। কাশ্মীররাজের সহ পুণ্ড রাজের সম্পর্ক স্থাপিত 第 নাম নির্দেশে কিছু কল্পনার আশ্রয় লইতে হইয়াছে । . তৎকালে উড়ম্বর রাজ্য ও পুণ্ড রাজ্যের নিকটবৰ্ত্তী ছিল । ফলকথা, পঞ্চরাজ্য উত্তর বঙ্গেই ছিল, রাজ্য গুলিও ক্ষুদ্র ছিল ।