পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায়। ’ “ጓ(t না । যে সময়ে সেন-রাজগণ গোঁড় হইতে তাড়িত হইয়া বিক্রমপুরে গমন করেন, সেই সময়ের পূর্ববর্তী কোন ঘটককারিকা নাই। পরবর্তী কুলাচাৰ্য্যগণ সেন-রাজগণের বিক্রমপুর রাজধানীকে বাড়াইবার জন্ত, তথায় সেন-রাজগণের রাজধানী কল্পনা করিয়া, পঞ্চ ব্রাহ্মণকে সেই স্থানে আনিয়া প্রথম উপস্থিত করিয়াছেন । কোন সময়ে পঞ্চব্রাহ্মণ প্রথম পুণ্ড,নগরে আগমন করেন, তদ্বিষয়ে নানা মতভেদ আছে। কুয়েস্থ কোস্কভের মতে.. ... ৮১৪ শাকে, দত্ত বংশমালা মতে ৮০ ৪ শাকে, রাজেন্দ্রলাল মিত্রের মতে ৮৮৬ শাকে, ক্ষিতীশ বংশাবলীমতে ৯৯৯ শাকে, রাঢ়ীয় কুলাচাৰ্য্যদিগের মতে ৯৫৪ শাকে * বৈদিক কুলাচাৰ্য্যদিগের মতে ৬৫s শাকে বারেন্দ্র কুলপঞ্জিকা মতে ৬০৪ শাকে ব্ৰাহ্মণের গৌড়ে প্রথম আগমন করেন। অনুমিত হয় “বেদ বাণাঙ্ক শাকেতু...গৌড়ে বিপ্রাঃ সমাগতাঃ” পাঠ ভ্রমদূষিত । “বেদবাণাঙ্গ শাকেতু গৌড়ে বিপ্রাঃ সমাগতাঃ” পাঠ হইবে। বারেন্দ্র কুলপঞ্জিকার “শাকে বেদ কলঙ্ক ষট্রক বিমিতে’ স্থানে “শাকে বেদ কলম্ব ষট্রক বিমিতে” পাঠ হইবে । এরূপ হইলে রাঢ়ীয়, বারেন্দ্র ও বৈদিক কুলাচাৰ্য্যদিগের পঞ্চব্রাহ্মণ আনয়নের সময়ের ঐকমত্য হয়। অতএব আমরা নিঃসংশয়ে নিরূপণ করিতে পারি যে, ৬৫৪ শাকে বা ৭৩২ খৃষ্টাবো পঞ্চব্রাহ্মণ গৌড়ে আনীত হইয়াছিলেন । পঞ্চব্রাহ্মণের নামের সম্বন্ধেও মতভেদ দৃষ্ট হয়। একমত এই যে, ইহাদের নাম যথাক্রমে ক্ষিতীশ, তিথিমেধা বা মেধাতিথি, বীতরাগ, স্বধানিধি, সোঁভরি ; অন্যমত এই যে ইহাদের পুলগণ আগমন করেন ; রাঢ়ীয় মতে ইহাদের নাম যথাক্রমে ভট্ট নারায়ণ, শ্ৰীহৰ্ষ, দক্ষ, ছান্দড়

  • বেদবtণাঙ্ক শাকে তু গৌড়ে বিপ্রাঃ সমাগতাঃ। + শাকে বেদ কলঙ্ক ঘটকনিমিতে ।

登 尊