পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 。 গৌড়ের ইতিহাস । ও বেদগৰ্ভ । * ইহাদের মধ্যে শ্ৰীহৰ্ষ ভরদ্বাজগোত্রীয়, দক্ষ কাশ্যপগোত্রীয়, বেদগৰ্ভ সাবর্ণ-গোত্রীয়, ভট্ট নারায়ণ শাণ্ডিল্য-গোত্রীয় ও ছান্দড় বাৎস্য-গোত্রীয় । আদিশূর ইহাদের বসতির জন্ত পঞ্চ গ্রাম প্রদান করেন । “সম্বন্ধ নির্ণয়”-কার বলেন, “শ্ৰীহৰ্ষকে কঙ্ক গ্রাম প্রদান করা হয়, উহা বাঁকুড়া জেলায় অবস্থিত। অগ্রদ্বীপে শ্রীহর্ষের তীর্থাবাস ও চতুষ্পাঠী ছিল। দক্ষকে কামকোটি গ্রাম প্রদান করা হয়, উহ বীরভূম জেলায় অবস্থিত। তৰ্বিপুরে ইহার তীর্থাবাস ও চতুষ্পাঠী ছিল । তৰ্ত্তিপুর মালদহ জেলায় অবস্থিত ছিল, ইহার প্রাচীন নাম তীর্থপুর। বেদগৰ্ভকে বটগ্রাম প্রদান করেন, উহা বদ্ধমান জেলায় অবস্থিত। গুপ্তপল্লীতে ইহার তীর্থাবাস ও চতুষ্পাঠী ছিল। গুপ্তপল্লীর বৰ্ত্তমান নাম গুপ্তিপাড়া । ভট্টনারায়ণ পঞ্চকোটি পাইয়াছিলেন, উহা মানভূম জেলার পঞ্চকোট, কালীঘাটে র্তাহার তীর্থাবাস ও চতুষ্পাঠী ছিল । ভট্টনারায়ণের জ্যেষ্ঠপুত্রের নাম আদিগাঞি ওঝা—রাঢ়ীয় শ্রেণীর মতে আদি বরাহ বন্দ্য । আদি গাঞি ওঝা ও আদি বরাহ বন্দ্য একই ব্যক্তি। আদিশূর ছান্দড়কে হরিকোট গ্রাম প্রদান করেন। উহ মেদিনীপুর জেলায় বিদ্যমান। উহার বর্তমান নামগোপ ব্রহ্মপুরী । ত্রিবেণীতে ইহার তীর্থাবাস ও চতুষ্পাঠী ছিল।” আদিশূর যাহাদিগকে এত চেষ্টা করিয়া দূর দেশ হইতে আনয়ন করিলেন, তাহাদিগকে এত দূরে রাখিলেন কেন বুঝা যায় না। সম্বন্ধ নির্ণয়ের মত কুলপঞ্জিকা ও পাতড়ার দ্বারা সমর্থিত হইতে পারে, কিন্তু

  • রাঢ়ীয় ও বারেন্দ্ৰ মতে এই নাম ভেদের কারণ সম্বন্ধে বাঙ্গালার সামাজিক ইতিহাস প্রণেত। দুর্গাচরণ সান্নাল বলেন যে, প্রত্যেক ব্রাহ্মণের দুটা করিয়৷ নাম থাকে, একটা প্রকাগু নাম ও অন্তটা সঙ্কল্পের নাম । সঙ্কল্পের নাম গুলি বিশুদ্ধ সংস্কৃত । রাঢ়ীয় ব্রাহ্মণগণ, প্রকাপ্ত নাম ঔ বীরেন্দ্র ব্রাহ্মণগণ, সঙ্কল্পের নাম গ্রহণ কfরয়াছেন বলিয়া, এইরূপ নাম ভেদ হুইয়াছে ।