পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ের ইতিহাস । وع مb লেন ; যাহার রাঢ়ে গমন করিলেন, র্তাহারা রাঢ়ীয় এবং র্যাহারা বরেন্দ্র দেশে থাকিলেন, তাহারা বারেন্দ্র আখ্যা পাইলেন। দেশভেদে এই নাম হইল। বাস্তবিক রাঢ়ীয় ও বারেন্দ্র ব্রাহ্মণগণ একই মূল হইতে উৎপন্ন। সে সময়ে বোধ হয়, শূরবংশীয় রাজগণের পক্ষে ও পালবংশীয়রাজগণের পক্ষে ব্রাহ্মণ দিগের দুইটী দল হইয়াছিল । রাঢ়ীয় ব্রাহ্মণের শূরবংশীয় দিগের এবং বারেন্দ্র ব্রাহ্মণের পাল রাজগণের পক্ষে ছিলেন। আদিশূরানীত পঞ্চব্রাহ্মণের সন্তানগণ রাঢ় ও বঙ্গে স্বপ্রতিষ্ঠিত হইলে, যে সকল ব্রাহ্মণ পশ্চিমাঞ্চল হইতে এদেশে আগমন করেন, তাহার সাধারণতঃ বৈদিক নামে পরিচিত হন । রাঢ়ীয় ও বারেন্দ্র ব্রাহ্মণদিগের মধ্যে বেদচর্চা বিলুপ্তপ্রায় হইয়াছিল, এবং নবাগত ব্রাহ্মণদিগের মধ্যে বেদচচ্চ ছিল, তজ্জন্ত তাহাদিগের বৈদিক সংজ্ঞা হয় । এই বৈদিক ব্রাহ্মণগণ পাল ও সেনবংশের রাজত্বকালে ভূমিদান পান। এক এক দল এক এক সময় আসিয় যে গ্রামে বাস করেন, সেই গ্রামের নামাতুসারে তাহাদিগের সমাজের নাম হয় । আদিশূর পশ্চিমাঞ্চল হইতে, ব্ৰাহ্মণ আনয়ন করেন, তখন এদেশে সাতশত ব্রাহ্মণের বাস ছিল এরূপ শুনা যায়। ইহারা সাধারণতঃ বৰ্দ্ধমান জেলায় বাস করিতেন । ইহাদের নামানুসারে সপ্তশতিক বা সাত সইয়া পরগণার নাম হয় । এই সপ্তসতী ব্রাহ্মণগণ অনেকে বারেন্দ্র ও রাঢ়ীয় ব্রাহ্মণদিগের সঙ্গে মিশিয়া গিয়াছেন । পুণ্ড, বৰ্দ্ধনের নিকট পুণ্ডার্ক নামক স্থানে বহুসংখ্যক শাকদ্বীপী ব্রাহ্মণ বাদ করিতেন। তাহারা চিকিৎসাঙ্গবিদ্যায়, বিশেষতঃ অস্ত্র চিকিৎসায় নিপুণ ছিলেন। কেহ কেহ বলেন—শাকদ্বীপী ব্রাহ্মণগণ । প্রথমতঃ পারসীক আক্রমণকারীগণের সঙ্গে ভারতবর্ষে প্রবেশ করেন। পুরাণের মতে শাকদ্বীপী ব্রাহ্মণগণ কৃষ্ণপুত্র শাম্বকর্তৃক ভারতে আনীত হন। যাহা হউক, তাহারা প্রাচীনকাল হইতে ভাৰুত বসতি স্থাপন: