পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। oぶ。 না। আমার বোধ হয়, এপ্রদেশে প্রথমোপনিবিষ্ট আর্য্যগণ কুরুপঞ্চালাদি দেশ হইতে আগমন করেন। তাহারা হয়ত, মূলস্তানের নামানুসারে এ প্রদেশের মৎস্য দেশ নাম রাখিয়া, তুর্গাদির নাম ও মহাভারতোক্ত নামানুসারে রাখিয়াছিলেন। মহাভারতের আদিপর্বের ৩৭৫ অধ্যায়ে পেগু,মাৎস্তক নামক রাজার নাম আছে। তিনি পুণ্ড,-মংস্যদেশের রাজা ছিলেন। ইহাতে বোধ হয়, পুণ্ড দেশের নিকট মংস্যদেশ নামক একটী ক্ষুদ্র দেশ ছিল। ভীম এই পূৰ্ব্বমংস্যদেশ জয় করিয়াছিলেন। ইহার সহ বিরাটের মংস্যদেশের কোন সম্পর্কই নাই । বিরাটের মংস্যদেশ, ব্রহ্মষি দেশান্তৰ্গত-আধুনিক আলোয়ার ও জয়পুরের অধিকাংশ এই মৎস্তদেশের অন্তর্গত ছিল । তা মশাসন হইতে আমরা সতর জন পাল-রাজার নাম জানিতে পারিয়াছি, এবং আইন-ই-আকবরীর বর্ণনা যে প্ৰকত নয়, তাহ ৪ জানিস্বাছি । পালবংশীয় দ্বিতীয় রাজা ধৰ্ম্মপালের তাম্রশাসন ১৮৯৩ খ্ৰীষ্টাব্দের নবেম্বর মাসে গৌড়ের নিকটবৰ্ত্তী খালিমপুর গ্রামে পাওয়া যায়। এই তামশাসন খানি দ্বারা পাল-রাজগণের সম্বন্ধে অনেক অজ্ঞাত বিষয় আবিষ্কৃত হইয়াছে । ইহার পর দিনাজপুরে মহীপালদেবের ও মদনপালদেবের দুইখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়াছে। এই তিনখানির পূৰ্ব্বে, নারায়ণপালদেবের তাম্রশাসন ভাগলপুরে আবিষ্কৃত হইয়াছিল । এই তা মুশাসন গুলি দ্বারা পাল-রাজগণ সম্বন্ধে অনেক বুন্তান্ত জানা গিয়াছে । পাল-রাজগণ প্রথমে বিহারে রাজত্ব করেন। পরে গৌড় অধিকার করিয়া গৌড়েশ্বর উপাধি ধারণ করেন । কালিন্দী-গঙ্গাতীরে, পিছলি গঙ্গারাম 緣 射 - * খালিমপুর গৌড়ের পূর্বদিকস্থ ভাতিয়ার বিলের ধারে অবস্থিত । একটা উচ্চ ভূ-খণ্ডে এই তাম্র শাসন পাওয়া গির ছিল ।