পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। న(t ধৰ্ম্মপাল প্রায় সমুদয় আর্যাবৰ্ত্ত জয় করিয়াছিলেন । এতদূর পরাক্রমশালী ছিলেন যে,গুর্জরপতি,গৌড়েন্দ্র ও বঙ্গপতি ধৰ্ম্মপাল হইতে আত্মরক্ষার্থ মালবরাজের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন * । ভোজ, মৎস্ত, মদ্র, কুরু, যদু, অবন্তী,যবন, গান্ধার, কীর + পর্য্যন্ত র্তাহার প্রভাব বিস্তৃত হইয়াছিল। কান্তকুজের বুদ্ধ ব্রাহ্মণগণ স্বর্ণময় উদকুস্তে র্তাহার অভিষেকক্রিয়া সম্পন্ন করিয়াছিলেন – “ভোজৈৰ্ম্মংস্যৈঃ সমদ্রৈ: কুরুষঢ়যবনাবস্তিগান্ধারকীরৈভূ পৈর্বালোলমেলি প্ৰণতপরিণতঃ সাধুসংগীৰ্য্যমাণঃ ॥ হৃষ্যৎপাঞ্চালঘুদ্ধোস্কৃতকনকময়ম্বাভিষেকোদকুন্তে৷ দত্তঃ শ্ৰীকান্তকুজঃ সললিতচলিতোজ্জলতা লক্ষ্মযেন ॥” ধৰ্ম্মপালের সময় আমরাজ কান্যকুজে রাজত্ব করিতে ছিলেন । আমরাজের অপর নাম চক্রায়ুধ । আমরাজের সহিত ধৰ্ম্মপালের চিরশত্রুত ছিল, পরে উভয়ে সৌহৃদ্য-স্থত্রে আবদ্ধ হন । আমরাজ আপন দুৰ্দ্ধান্ত পুত্র ইন্দ্ররাজ কর্তৃক রাজ্যভ্রষ্ট হন (৭০৫ শকে )। ধৰ্ম্মপাল ইন্দ্ররাজকে পরাজিত করিয়া আমরাজকে কান্তকুজ-সিংহাসনে পুনঃস্তাপিত করেন। ইহাতে কনোজ-বৃদ্ধগণ সন্তোষলাভ করেন । তাম্রশাসনে লিখিত আছে – “জিত্বেন্দ্ররাজ প্রভৃতীনরাতীমুপার্জিত যেন মহোদয়ত্রঃ, দত্ত পুন: সা বলিনাখপিত্রে চক্রায়ুধায়ানতিবামনায় ॥” কান্তকুজের অপর নাম মহোদয়। পাটলীপুত্র-নিবাসী প্রসিদ্ধ জৈন ও কর্ক সুবর্ণ-বর্ষের বরদার তাম্র-শাসন । - + ক্ষীয় উমেশচন্দ্র বটব্যাল, কীর শব্দের কাশ্মীর অর্থ করিয়াছেন, কিন্তু বৃহৎ সংহিতায় কীর ও কাশ্মীরের স্বতন্ত্র নাম আছে। সাহিত্য পরিষৎ-পত্রিক-একাদশ ভাগ, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা ।