পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ა o 8 : দেবপাল বৌদ্ধ ছিলেন। এখানে “ধৰ্ম্মদ্বিষাং কাহাদিগকে বলা হইয়াছে, বুঝা গেল না । নারায়ণ পালের তাম্রশাসনে আছে-জয়পাল জোষ্ঠের আদেশে উৎকল ও প্রাগ জ্যোতিষপুর অধিকার করেন। জলপাল যুদ্ধ যাত্রা করিলে উৎকল-রাজ নিজ রাজধানী ত্যাগ করিয়া পলাইলেন । প্রাগ। জ্যোতিষেশ্বর তাহার আজ্ঞা মস্তকে ধারণ করিতেন । যথা :– “যস্মিন ভ্রাতুনদেশাৎ বলবতি পরিতঃ প্রেষিতে জেতুমানাঃ সীদন্নাম্নৈব দূরান্নিজপুরমজহাদৃংকলানামধীশঃ। আসাঞ্চক্রে চিরায় প্রণয়ি-পরিবৃতো বিভ্রন্থচ্চেন মূদ্ধ । রাজা প্রাগজ্যোতিষাণামুপশমিতসমিং শঙ্কয়া যস্ত চাক্তাম্।” দর্ভপাণি মিশ্র, দেবপালের মন্ত্রী ছিলেন । দিনাজপুরের মঙ্গল বাড়ী বোদাল নামক স্থানের গরুড়-স্তম্ভ-লিপিতে আছে, দর্ভপাণির মন্ত্রণাগুণে দেবপালের রাজ্য রেবার উৎপত্তি স্থান হইতে উত্তরে হিমালয় ও পূৰ্ব্ব-পশ্চিমে সাগর পর্যন্ত বিস্তৃত হইয়াছিল, যথা – “আরেবা-জনকান্মতঙ্গজমদস্তিম্যচ্ছিলাভূৎপতে রাগৌরী পিতুরীশ্বরেন্দুকিরণৈঃ পুষ্যৎসিতিম্নো গিরে । মাৰ্ত্তণ্ডাস্তময়োদয়ারুণজলাদাবারিরাশিদ্বয়া ন্নীত্যারাজ্যভূবং চকার করদাং ত্রদেবপালো নৃপ: ॥” বিহারের মুঙ্গেরে তাম্রশাসনে লিখিত আছে, দেবপালের রাজ্য গঙ্গার উৎপত্তি স্থান হইতে সেতুবন্ধ পর্যন্ত ও পূৰ্ব্বদেশীয় লক্ষ্মীকুল হইতে পশ্চিমে সাগরের তীর পর্যন্ত বিস্তৃত ছিল। লক্ষ্মীকুল, বোধ হয়, লাক্ষানদীর কূল হইবে । বিন্ধ্য, কাম্বোজ তাহার রাজ্যের অন্তর্গত ছিল, ইছা, বোধ হয় অত্যুক্তি। তারানাথ বলেন—দেবপাল বিন্ধ্য ও হিমালয়ের মধ্যবৰ্ত্তী সমস্ত ভূভাগ অধিকার করেন। দেবপাল নিজ রাজত্বের