পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>b" গৌড়ের ইতিহাস । বঙ্গের লোক । এখনকার বেদিয়াগণের ন্যায় পূৰ্ব্বোক্ত জাতিগণ দেশে দেশে ভ্রমণ করিত। সুযোগ পাইলে, চুরি ডাকাতিও করিত। পাশুপত আচার্য তাহাদিগের কর্তৃক যাহাতে উপদ্রুত না হন, তদ্বিষয়ে দৃষ্টি রাখিতে প্রাগুক্ত রাজামাতা ও রাজকৰ্ম্মচারিবর্গ আদিষ্ট হইয়াছেন । রাজত্বের সপ্তদশবর্ষে ৯ই বৈশাখে এই তাম্রশাসন প্রদত্ত হইয়াছে । অতএব নারায়ণ পাল যে অন্ততঃ সপ্তদশ বর্ষ রাজত্ব করেন, তাহাতে সন্দেহ নাই। নারায়ণ পালের সময় উমাপতির পৌত্র গোণের পুত্র নারায়ণ “ছন্দোগ পরিশিষ্ট” রচনা করেন । রাজমন্ত্রী ভট্ট গুরব মিশ্র নারায়ণ পালের তাম্র শাসনের শ্লোকমালা রচনা করেন । তাহার সম্বন্ধে তামশাসনে আছে ;– “বেদান্তৈরসুগতমং (?) বেদিত ব্ৰহ্মতত্ত্বং য: সৰ্ব্বাস্থ শ্রুতিযু পরমঃ সাদ্ধমঙ্গৈরপাতী। যো যজ্ঞানাং সমুদিৰ্তমহাভূক্ষিণানাং (?) প্রণেতা ভট্টঃ শ্ৰীমান স এব গুরবো দূতক পুণ্যকীৰ্ত্তিঃ ” গুরব মিশ্র পণ্ডিত ও কবি ছিলেন । কবিত্ব-শক্তির জন্ত তিনি দ্বিতীয় বাল্মীকি বলিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছিলেন। "মাত: শৈলস্থতাসপত্নি বস্থধাশূঙ্গারহারাবলী” ইত্যাদি যে গঙ্গাস্তব আছে, তাহা গুরুব মিশ্রের রচিত । এস্থলে মিশ্র-বংশের পরিচয় দেওয়া অপ্রাসঙ্গিক হইবে না । দিনাজ পুর জেলার বুদেলার নিকটবৰ্ত্ত মঙ্গলবাড়ীর প্রস্তর-স্তম্ভ-লিপি-পাঠে মিশ্রবংশের পশ্চাদ্ভুক্ত পরিচয় পাওয়া যায় ঃ-- ১ । শাণ্ডিল্য মিশ্র ( গোত্রের প্রথম পুরুষ ) ২ । বীরদেব মিশ্র ৩ । পাঞ্চাল মিশ্র