পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミ& গৌড়ের ইতিহাস । দিক্‌, মলয় পৰ্ব্বত পৰ্য্যন্ত ভূভাগ ও হিমালয়ের কটক প্রদেশ পৰ্য্যন্ত প্রভূ ণ স্থাপন করেন। মূল শ্লোক এই – “দেশে প্রাচি প্রচুরপয়সি স্বচ্ছমাপীয় তোয়ং স্বৈর ভ্রাত্বা তদন্তু মলয়োপত্যকাচন্দনেষু। কৃত্বা সান্দ্রৈস্তরুষু জড়তাং শীকরৈরল তুলাঃ প্রালেয়াদ্রেঃ কটকমভজন যন্ত সেনা-গজেন্দ্রাঃ ” এই বর্ণনায় কোন কোন অংশ কবির অত্যুক্তি মনে করা যাইতে পারে। বাস্তবিক, পালরাজবংশের রাজ্য কতদূর বিস্তৃত ছিল, তাহার আলোচনা আবশ্রাক । ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র বলেন, পশ্চিম দিকে সমস্ত মগধ সাম্রাজ্য পালরাজগণের শাসনাধীন হইয়াছিল । রাজসাহী, দিনাজপুর, রঙ্গপুর, জলপাইগুড়ি, বগুড়া ও ত্রিহুত পাল রাজাদিগের রাজ্যান্তর্গত ছিল । আমরা অনুমান করি, পুরাতন মগধ, বিদেহ পুণ্ড,রাজ্য পাল-রাজগণের প্রকৃত রাজ্য ছিল । ধৰ্ম্মপাল, দেবপাল, মহীপাল দেব প্রভৃতি পালবংশীয় পরাক্রান্ত রাজগণ এই সীমার বাহিরেও রাজ্য বিস্তার করিয়াছিলেন। ইহার স্বরাজ্য ছাড়িয়া মধ্যে মধ্যে দিগ্বিজয়ে যাত্রা করিতেন । বিজিত রাজ্য যে অধিক দিন তাহাদের অধীন থাকিত, এমন বোধ হয় না, বিজয়ের ফল র্তাহাদের পশ্চাৎ পশ্চাৎ চলিয়া আসিত । কনোজ ও গুর্জর রাজগণ পাল-রাজগণের প্রভাব অনুভব করিয়াছিলেন । রাষ্ট্রকুট, হৈহয় ও লিছিবি রাজবংশের সহিত র্তাহাদের বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হইয়াছিল। মহীপালের রাজত্বের দশম, একাদশ ও অষ্টচত্বারিংশ বর্ষের নিদর্শন পাওয়া গিয়াছে । তারানাথ বলেন—মহীপালদেব ৫২ বৎসর রাজত্ব করেন। মহীপাল দেব যে ১৯৮৩ সংবতে ১১ই পৌষ রাজ ছিলেন, তাহা সায়নাথের শিলা লিপি হইতে জানা যায়। মহীপাল, র্তাহার স্থির