পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ গৌড়ের ইতিহাস । হইলে বাঙ্গালার ইতিহাস রচনার পথ অনেকট পরিষ্কৃত হইয়া যায় । ভট্ট শ্রীবামন অর্থাং শ্ৰীবামন ভট্ট মহীপাল দেবের মন্ত্রী ছিলেন । বামন ভট্ট সম্ভবতঃ গুরব মিত্রের পুত্র বা পৌত্র হইবেন । পোষলী গ্রাম নিবাসী বিজয়াদিত্যপুত্র মহীধর শিল্লি কর্তৃক এই তামশাসন উৎকীর্ণ হইয়াছিল। এই সকল শিল্পী কোন জাতীয় ছিল, তাহা জানা যায় না । মুর্শদাবাদ জেলায় ও বাঙ্গালার উত্তর-পূৰ্ব্বাঞ্চলে মহীপালের নামীয় অনেক স্থান দৃষ্ট হয়। এই সকল নামের সহিত রাজাধিরাজ মহীপাল দেব কতদূর সংশ্লিষ্ট জানা যায় না। লিখিত আছে, উৎকলরাজ রেবাচাৰ্য্য মহীপালের করদ ছিলেন । এই নামের কোন রাজা উৎকলের মুখ্য রাজা ছিলেন না । ইনি সম্ভবতঃ কোন ক্ষুদ্র সামন্ত রাজা হইবেন । বরাহকেশরী, মহীপালের সময় উৎকলে রাজত্ব করিতেন। দ্বিতীয় রাজেন্দ্রচোলের শিলালিপি পাঠে জানা যায়, তিনি সঙ্ঘকোটে রাজা মহীপালকে যুদ্ধে পরাজিত করিয়া রণভূৰ্ম্মদ হস্তিসমূহ লাভ করিয়া ছিলেন ( ১০১২ খৃঃ ) । * এত মহীপালের নাম পাওয়া যায় যে, তাহাদের বৃত্তান্ত সংগ্ৰহ করিতে গিয়া ঐতিহাসিককে দিশাহারা হইতে হয় । আমাদের বর্ণিত মহীপালের সহিত রাজেন্দ্রচোলের সংঘর্ষ উপস্থিত হইয়াছিল কি না, এই বিষয়ের এযাবৎ স্থির সিদ্ধান্ত হয় নাই । শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বসু এই মহীপালকে রাজেন্দ্রচোল পরাজিত মহীপাল বলিয়া অনুমান করিয়াছেন । • এই সময়ে উত্তর রাঢ়ে মহীপাল, গৌড়মগুলে ধৰ্ম্মপাল, দক্ষিণ রাঢ়ে,রণশুর, বঙ্গে গোবিন্দচন্দ্র রাজত্ব করিতেছিলেন । ধৰ্ম্মপাল, বোধ হয়, রঙ্গপুর অঞ্চলে রাজত্ব कब्रिाऊन । हेनिझे दरब्रट-कथाश्रृं-t%ांकौम्न वर्गtब्रथ८क कब्रश्च अंभि यनtन कtब्रन ।