পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ.88 গৌড়ের ইতিহাস । রাজ্য বৌদ্ধরাজত্বকালে স্থাপিত হয় । সম্ভবতঃ এই রাজ্য পালদিগের রাজ্যান্তর্গত ছিল । প্রথমতঃ ইহাতে বৌদ্ধরাজগণ রাজত্ব করিতেন, পরে ইহা হিন্দুদিগের অধিকৃত হয়। এখানকার কতিপয় ব্রাহ্মণ রাজার নাম পাওয়া যায় । এই রাজ্যে অনেক ব্রাহ্মণ-পণ্ডিত বাস করিতেন । প্রসিদ্ধ শ্ৰীধর ভট্ট কায়স্থ রাজা পাণ্ডুদাসের প্রার্থনায় ৯১৩ শাকে “ষ্ঠায় কন্দলী” নামক ন্যায় গ্রন্থ রচনা করেন * । শ্ৰীধরের পিতার নাম বলরাম, মাতার নাম অবোকা । ভূরিশ্ৰেষ্ঠীতে শ্ৰীধরের নিবাস ছিল। ত্রিবেণী ও সপ্তগ্রাম ভূরিশ্রেষ্ঠ রাজ্যের অন্তর্গত ও বাণিজ্যের জন্ত বিখ্যাত ছিল। অনেক ধনশালী বণিক এই রাজ্যে বাস করিত বলিয়া এই রাজ্যের নাম ভূরিশ্রেষ্ঠ হয় । লালাজী শিলালিপিতে আছে—ধক্ষদেব, অঙ্গ ও রাঢ়ের রাজ-মহিষী দিগকে কারাবন্দিনী করিয়াছিলেন । সপ্তম চন্দেল-রাজ বঙ্কদেব ৯৫ • খৃষ্টান্ধ হইতে ৯৯৯ খৃষ্টাব্দ পর্য্যস্ত রাজত্ব করেন। অতএব ধঙ্কদেবের আক্রমণ সম্ভবতঃ দ্বিতীয় গোপালদেব বা দ্বিতীয় বিগ্রহপাল দেব বা প্রথম মহীপালদেবের রাজত্বকালে ঘটিয়াছিল । পাল-রাজগণ আসাম অধিকারপূর্বক তথায় অনেক হিন্দু উপনিবেশ স্থাপন করেন । পূৰ্ব্বে আসামে হিন্দুর সংখ্যা অতি কম ছিল। পালরাজগণের প্রতাপ যখন মন্দীভূত হইতেছিল, তখন ১০৬৬ খৃষ্টাব্দে তৃতীয় বিগ্রহপালের সময় বীর বিক্রমসিংহ নামক চন্দ্র-বংশীয় এক রাজপুত মুঙ্গের জেলার অন্তর্গত গিধোড়-নগরে গিধোড় রাজ্য স্থাপন করেন। খৃষ্টীয় একাদশ শতাব্দীর মধ্যভাগে “প্রবোধ চন্দ্রোদয়” নাটক রচিত হয় । তাহাতে লিখিত আছে,— SDBBBBS BBBB BBBBB BB BDD DDD tSBB BD DD BBB श्रृंग्रकमलोकाच्न झै५श्न । i.