পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X®bም গৌড়ের ইতিহাস । এই পুরাণ-রচনার সময়, অম্বষ্ঠ, কাম্বোজ ও শকেরা বিভিন্ন শাখায় বিভক্ত হইয়া দক্ষিণপশ্চিম ভারতে উপনিবিষ্ট হইয়াছিল। বাঙ্গলার সেন-রাজবংশ এই অম্বষ্ঠ জাতীয় ক্ষত্রিয় হইতে পারে । “আইনে আকবরী” সেন-রাজগণকে কায়স্থ বলিয়াছেন । ১৬০৫ শাকে বর্তমান প্রসিদ্ধ বৈদ্য পণ্ডিত ভরতমল্লিক তাহার “চন্দ্র প্রভা’ নামক গ্রন্থে লিখিয়াছেন, সেন ভূমির রাজা বিমলসেনের বংশে বিজয়সেন জন্মগ্রহণ করেন ; তাহার দুই পুত্র জন্মে–চন্দ্রসেন ও বুধসেন । চন্দ্রসেনের অষ্টাদশ পুত্ৰ সদৃবৈদ্য ও অষ্টপুত্র কায়স্থ হয়। কবিকণ্ঠহারের "সদবৈদ্যকুলপঞ্জিকা” ও ভরতমল্লিকের“চন্দ্র প্রভা” পাঠে জানা যায়, রাঢ়ীয় ও বঙ্গজ সমাজের বৈদ্যগণের পূৰ্ব্বপুরুষের অনেকে নাগ, গুহ, পাল, ধর প্রভৃতি উপাধিক কায়স্থের কন্যা বিবাহ করিয়াছিলেন। র্তাহাদের সন্তানগণ এখনও শ্রেষ্ঠকুলীন বলিয়া গণ্য হইয়া থাকেন। বীরসেনের বংশে সামন্তসেন জন্মগ্রহণ করেন। উমাপতি ধরের রচিত প্রশস্তিতে আছে,— “তস্মিন সেনাম্ববায়ে প্রতিস্বভটশতোৎসাদনে ব্রহ্মবাদী। স ব্রহ্মক্ষত্রিয়ানামজনি কুলশিরোদামসামন্তসেন ঃ ” সামস্তসেন শেষবয়সে গঙ্গা-পুলিনে আসিয়া বাস করেন, যথা :– “উদগন্ধান্তাজাধুমৈমৃগ শিশুরপীতখিন্নবৈখানসস্ত্রী স্তন্ত্যক্ষীরাণি কীর প্রকরপরিচিত ব্ৰহ্মপারায়ণানি । যেনাসেব্যন্তে শেষে বয়সি ভবভয়াস্কন্দিভিমস্করীন্দ্রৈঃ পূর্ণোৎসঙ্গানি গঙ্গাপুলিনপরিসরারণাপুণ্যাশ্রমাণি ॥” সামন্তসেনের ব্রহ্মবাদী এই বিশেষণ দেখিতে পাই। সম্ভবতঃ তিনি কর্ণাট হইতে রাজ্যভ্রষ্ট হইয়া আসিয়া, গঙ্গাতীরে বাসপূর্বক শেষবয়স