পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । Stre বৈষ্ণব হইতে পারে, বৌদ্ধযুগে তেমনই সৰ্ব্ববর্ণের লোকে যোগী হইতে পারিত। নওয়াখালি অঞ্চলে বিস্তর যুগীর বাস । তাহারা বলে, বল্লাল সেনের দৌরাত্ম্যে, উপায়ান্তরাভাবে, তাহারা তস্তবায় বৃত্তি অবলম্বন করিয়াছে। এইরূপে অনেক জাতি আপনাদের হীনতার কারণ বল্লালসেনে আরোপিত করিয়া থাকে, এবং স্ব-স্ব-মত-পোষক গ্রন্থ প্রদর্শন করিয়া থাকে । বল্লালসেন বৌদ্ধ বিদ্বেষী ছিলেন,-বেীদ্ধেরাও র্তাহাকে ভাল বাসিত না । বঙ্গদেশে সেন-বংশীয় রাজগণ বৈদ্যজাতীয় বলিয়া প্রসিদ্ধ । সেনরাজগণের তাম্রশাসনে লিখিত আছে, তাহার ওষধিনাথ বংশে জন্মগ্রহণ করেন। এই ওষধিনাথ শব্দের অর্থ চন্দ্র ; বৈদ্যের ওষধিনাথ শব্দের ধন্বন্তরি বা তদনুরূপ অর্থ করেন ; + “ক্ষত্রচারিত্রচর্য্যা” এই শব্দটী দেখিয়া বৈদ্যেরা বলেন, সেনের ক্ষত্রিয় ছিলেন না-রাজ্যশাসনরূপ ক্ষত্ৰিয়াচার অবলম্বন করিয়াছিলেন মাত্র । ভট্টিকাব্যে রাম মারীচের নিকট আপনার পরিচয় স্থলে বলিয়াছেন”—“রাজন্তবৃত্তিধৃতকাম্মু কেষুঃ” ; রাজন্তবৃত্তি শব্দ দেখিয়া কি বলিব, রাম ক্ষত্রিয় ছিলেন না ?—র্তাহার কেবল ক্ষত্রিয়াচার ছিল । সেন-রাজগণের তাম্রশাসনে তাহাদিগকে ব্ৰহ্মক্ষত্রিয় বলা হইয়াছে। সেনেরা যে ক্ষত্রিয় ছিলেন, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই । বৌদ্ধধৰ্ম্মের প্রান্তর্ভাব সময়ে অনেক ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বৌদ্ধ হইয়া গিয়াছিলেন ; পুনরায় হিন্দুধৰ্ম্মের অভু্যদয় কালে সেই ব্রাহ্মণ বৌদ্ধ

  • ব্রহ্মবৈবৰ্ত্তপুরাণে যুঙ্গীনামক জাতির নাম আছে। যুগীদের সঙ্গে তাঁহাদের সম্বন্ধ চিস্তনীয় । t

+ বঙ্গের সামাজিক ইতিহাস” প্রণেতা বলেন, ওষধিনাথ ব্যক্তি বিশেষের নামझाङझझ नाम नाश् । 4भङ ठिंकु नप्रु ।